বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

৩০ টাকা খরচ করে বোতল বাল্ব তৈরি

৩০ টাকা খরচ করে বোতল বাল্ব তৈরি 



একটি ১ বা ১.৫ লিটার সমপরিমানের প¬াষ্টিক অথবা কাঁচের বোতল, যা বাতি হিসেবে কাজ করে থাকে। ওই বোতলে বিশুদ্ধ পানি ও ৩ চামচ (১০ মিলিলিটার) ব্লিচ কিংবা তরল ক্লোরিন দ্রবন মিশ্রিত করে বোতলের মুখ ভালভাবে গালা দিয়ে বন্ধ করতে হবে। এরপর ১ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্ত আয়তন বিশিষ্ট একটি টিন মাঝখানে ছিদ্র করে বোতলের গায়ে লাগাতে হবে। বাড়ি বা বাসার ছাদের টিনটি বোতলের পরিমাপে ছিদ্র করে ওই স্থানে বোতল স্থাপন করতে হবে।
এটি স্থাপনের সময় বোতলের ১ তৃতীয়াংশ টিনের উপরিভাগে এবং ২ তৃতীয়াংশ ঘরের ভিতর রেখে বোতলটি বসাতে হবে। বৃষ্টির পানি ঘরে প্রবেশ না করার জন্য বোতলের চতুর্দিকে গালা দিয়ে শক্ত করে আটকে দিতে হবে। দিনের বেলায় সূর্যের আলো বোতলের উপরের অংশে পড়লে সে আলো প্রতিফলিত হয়ে বোতলের পানির সাহায্যে ঘরের ভিতর সমানভাবে আলো ছড়িয়ে পড়বে। যা ৫৫ ওয়াটের একটি এনার্জি বাল্বের আলোর সমতুল্য। রাতের বেলায় বোতলের মধ্যে রাস্তার কোন বাতির আলো পড়লে তাও প্রতিফলিত হয়ে ঘর আলোকিত করবে।
বোতলে ক্লোরিন অথবা ব্লিচ মিশ্রিত পানি পরবর্তী ৫ বছর পর্যন্ত বদলাতে হবেনা। অর্থা একটি বোতল বাল্ব তৈরি কারে বাড়িতে স্থাপন করলে সূর্যের আলো থেকে এই বাল্বটি কোন খরচ ছাড়াই টানা ৫ বছর পর্যন্ত নিয়মিত আলো দিয়ে যাবে।


ব্যক্তিগত উদ্যোগে এই বাল্ব তৈরি করতে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত খরচ হতে পরে। বাণিজ্যিকভাবে প্রস্তুত করলে খরচ আরো কমে ২০ টাকায় প্রস্তুত করা সম্ভব হবে। এই বাল্ব ব্যবহারে কোন বিদ্যুৎ খরচ নেই। সূর্যের আলো-ই এই বাল্বের মুল বিদ্যুৎ শক্তি। এ প্রযুক্তি প্রস্তুতকরনে প্রয়োজনীয় দ্রব্যগুলো সহজলভ্য। এটি পরিবেশ বান্ধব ও এর দ্বারা কোন প্রকার দুর্ঘটনার ঝুঁিক নেই।

দেশে ছড়িয়ে দেয়া প্রয়োজন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন